| রাত ১:১৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিল্পী যামিনী রায় বিশ্বশিল্পে অটুট আসনের অধিকারী হয়েছেন—–প্রফেসর ড. মোহীত উল আলম

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ১১ এপ্রিল ২০১৬, সোমবার,
জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছবিশালা বটতলার উদ্যোগে শিল্পী যামিনী রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে লোক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম। প্রদীপ প্রজ্জলনের মাধ্যম অনুষ্ঠান শুর্ব করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, শিল্পী যামিনী রায় বিশ্বশিল্প সভায় অটুট আসনের অধিকারী হয়ে রয়েছেন, তার সৃষ্টি আমাদের মানসে লোকজীবনের অমলিন বার্তা পৌঁছে দেয়, একাধারে শিল্পচর্চার ঋদ্ধ পথের দৃষ্টান্তও হয়ে আছেন। আমাদের বিশ্ব্ববিদ্যালয়ের কতিপয় নবীন শিল্পী যাদেরকে শিল্প শিক্ষার্থীও এক অর্থে বলা চলে তারা নিয়মিত শিল্প চর্চার অংশ হিসেবে রূপতাপস যামিনী রায়ের ১২৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপসি’ত ছিলেন, ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহকারী অধ্যাপক রেজুয়ান আহমেদ (শুভ্র), চার্বকলা বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার সরকার, সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত, সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, সহকারী অধ্যাপক রাশেদ সুখন, সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে প্রমূখ।
যামিনী রায় (১৮৮৭-১৯৭২) তার শিল্প চর্চার সুবাদে এই ৰেত্রে পথিকৃৎ, দিক নির্দেশক চিন্তার জনক। পাশ্চাত্য শিল্প রীতির তার অনায়াসলব্ধ দক্ষতা ছেড়ে লোক শিল্পের মধ্যে অনুপ্রেরণার সন্ধান করেন। ‘ত্রিমাত্রিক ঢৌল, পরিপ্রেৰিত ও আলোছায়ার স্পর্শযোগ্য’ রীতি পরিহার করে লোকশিল্পের ‘দ্বিমাত্রিক তল, সমতলীয় বর্ণলেপন, প্রবহমান রেখার স্পষ্ট বন্ধন’কে অবলম্বন করেন। তার অননুুকরণীয় শিল্পসিদ্ধি তাকে যেমন লোকায়ত জীবনের কৃতির মত সরল, নিরাভরণ করেছে; যুগপৎ তা ভারতীয় বৈশিষ্ট্যেরও ধারক হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬