গফরগাঁওয়ে বৈশাখের গরু কিনে বাড়ি ফেরার পথে নিহত-১, আহত-৫

গফরগাঁও প্রতিনিধি ঃ ১১ এপ্রিল ২০১৬, সোমবার,
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার সালটিয়ার বাজার থেকে পহেলা বৈশাখে জবাই করার জন্য গরু কিনে বাড়ি ফেরার পথে আবুল হাসেন (৬১) নামে এক বৃদ্ধ নসিমন চাপায় নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সন্ধা ৭টার দিকে গফরগাঁও-রসুলপুর সড়কের বাড়ার মোড় এলাকায়। এছাড়াও ভরভরা ও রসুলপুর গ্রামের আরো ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুর্বতর আহত রসুলপুর গ্রামের তফাজ্জল হোসেন (৫০), ফজলুল হক (৩৫) ও ভরভরা গ্রামের আঃ মতিনকে (৫৫) ময়মনসিংহের চুরখাই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।