| সকাল ৮:৪২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউপি নির্বাচন:পূর্বধলায় আ’লীগে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে ক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি:  জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জাপা নেতা আবদুল হামিদ তালুকদার এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রচারণা শুরু করেন। এতে করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আবদুল হামিদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবী করে বলেন স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে।
জেলার পূর্বধলার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল এখনও ঘোষণা হয়নি। আবদুল হামিদ গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার দোহাই দিয়ে ‘মনোনয়ন পেয়েছেন’ দাবী করে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সহ ত্রাণও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন লিটনের বাবা আবদুল হামিদ তালুকদার। এলাকার একাধিক আওয়ামী লীগ নেতা  জানান, আবদুল হামিদ পরিবারের সকলেই বিএনপি এবং তিনি নিজে জাপার রাজনীতির সাথে জড়িত।
আবদুল হামিদ নিজেকে আওয়ামীলগি কর্মী দাবী করে বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। স্থানীয় কিছুলোক আমার নির্বাচনী কাজে বিরোধীতা করছে। গত ২৬ মার্চে এলাকার ৫শর বেশি লোককে নিয়ে মিছিল করেছি। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।
খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমাম হাসানের সাথে বলেন, দলের বাইরে কাউকে মনোনয়ন দেবার সুযোগ নেই। কেবল আওয়ামী লীগের  সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরই  মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে  তালিকা পাঠানো হয়েছে।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতিক বলেন, আওয়ামী লীগের তৃণমূল থেকে মনোনয়ন প্রদান করা হবে। সেক্ষেত্রে ওই ব্যক্তি কিভাবে নিজেকে আওয়ামী লীগের হয়ে প্রচারনা চালাচ্ছেন তা আমার বোধগম্য নয়।

সর্বশেষ আপডেটঃ ৬:২৩ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬