| রাত ১২:৫৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আশুলিয়ায় অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার

ফাহিম মোঃ শাকিলঃ  আশুলিয়ায় সিনথিয়া আক্তার সুমাইয়া নামে দেড় বছরের শিশু অপহৃত হওয়ার ২৪ ঘন্টা পর ময়মনসিংহ থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টায় ময়মনসিংহের সদর রেল স্টেশন রোডের খাঁজা গেস্ট হাউজ নামে একটি হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এই অপহরণের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই মো. ইবনে ফরহাদ ও আশরাফুল আলম জানায়,  রোববার বিকালে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় শিশু সুমাইয়াকে পাশের রুমের ভাড়াটিয়া কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর রাত থেকে মুঠোফোনে শিশুটির বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। পরে আজ দুপুরে মুঠোফোনের সূত্র ধরে ময়মনসিংহ সদর এলাকার একটি হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহরণকারীরা শিশুটিকে হোটেলে রেখে পালিয়ে যায়। অপহরণকারী রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই দুই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬