| ভোর ৫:২০ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় ঘর ভাঙ্গচুর ও লুটপাট, মহিলাসহ আহত ৫

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ-  কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ফুলবাড়িয়া গ্রামে এক দল লোক মোঃ ইদ্রিস মিয়ার বাড়িতে অর্তকিত হামলা করে বাড়ি-ঘর ভাঙ্গচুর ও লুটপাট করেছে। এসময় মোঃ ইদ্রিস মিয়ার পরিবারের মহিলাসহ ৫  জন আহত হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে।
জান যায়, হারুন মিয়া, হৃদয় মিয়া, মুসারফ মিয়া, কাশেম মিয়াসহ ১০-১৫ জন লোক দুইটি মাইক্রো করে এসে মোঃ ইদ্রিস মিয়া বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালায় এবং  রামদা, হকিস্টিক দিয়ে কুপিয়ে দুটি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। তখন লোকজনকে বাধা দিতে গিয়ে ইদ্রিস মিয়া (৫৫), তার স্ত্রী মিনারা খাতুন (৪৫) ও তার কণ্যা তানজিনা আক্তার (১৭) গুরুতর জখম হয়। তাদেরকে বাজিতপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলনামুলক কম আঘাত প্রাপ্ত অন্য দু জনকে স্থানীয়ভাবে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা নিয়ে ইদ্রিস মিয়ার সঙ্গে হারুন মিয়াদের মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে, হারুন মিয়া ও তার ১০-১৫ জন লোক দুটি মাইক্রো নিয়ে ইদ্রিস মিয়ার বাড়িতে হামলা চালায় এবং নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। ঠিক একই সময় রামদা দিয়ে দুটি ঘর ভাংচুর করার অভিযোগ রয়েছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা হবে বলে অভিযোগকারী ইদ্রিস মিয়া ও স্থানীয় লোকজন ধারণা করছেন।

এ ব্যাপারে আজ সোমবার দুপুরে ইদ্রিস মিয়া বাদি হয়ে হারুন মিয়া, হৃদয় মিয়া, মুসারফ মিয়া, কাশেম মিয়াসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নামে অভিযোগ দায়ের করেন। এ সময় হারুন মিয়া গং দের বিরুদ্ধে বাজিতপুর থানায় অন্তত কয়েক ডজন মামলা রয়েছে বলে ইদ্রিস মিয়া দাবি করেন।
হারুন মিয়া এ অভিযোগ অস্বীকার করে আজ সোমবার জানান, ইদ্রিস মিয়ার বাড়িতে কে হামলা চালিয়েছে তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬