| রাত ১০:৫১ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে আহত ৬

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ  আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে আওয়ামীলীগ ও বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রবিবার রাতে সংঘটিত এক সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

জানা যায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল হক (নৌকা) এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু নাঈম ভূইয়া ফারুক (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার রাতে (৯ টার দিকে) দু’ পক্ষের মিছিল হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবু তালেব (৬০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ এমন খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিদ্রোহী প্রার্থীর সমর্থক আব্দুস ছাত্তার(৫৫), জুয়েল (৩০) ও এমদাদ (৩৪) নৌকা প্রতীকের সমর্থক সাইদুল ইসলাম (৩০) ও আয়নাল মিয়া (৩০) আহত হয়।
গুরুতর আহত আবু তালেব কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এই ব্যপারে নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, এলাকায় অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি।

সর্বশেষ আপডেটঃ ২:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬