নান্দাইলে আওয়ামীলীগের পাল্টা সংবাদ সম্মেলন

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ শনিবার নান্দাইল সাব-রেজিষ্ট্রি অফিসের পিছনে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলনের বিপরীতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নান্দাইল উপজেলা আওয়ালীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল।
স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলনে উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে অন্যত্র বদলির দাবি জানানো হয়।
তার প্রেক্ষিতে ডাকবাংলোর সামনে সংসদ সদস্যের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হাসান মাহমুদ জুয়েল ও পৌর মেয়র রফিক উদ্দিন ভ’ইয়া বলেন, বিগত উপজেলা ও পৌর নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার পরও একটি কু-চক্রী মহল বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এসব অভিযোগকারীরা জন বিচ্ছিন্ন এবং এদের বিগত দিনের কার্যকলাপ দ্বারা তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রশাসন সহ নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এসব জন বিচ্ছিন্ন ব্যাক্তিবর্গ নির্বাচন সুষ্ঠু হবে না এমন জিগির তুলে নিজেদের অসহায়ত্ব প্রমান করছেন এবং এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল শনিবার নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নের ইউপি নির্বাচনে দিন ধার্য্য আছে।