টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে খুন, গ্রেফতার ৭
রোববার সন্ধ্যায় নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের বাবনা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নাগরপুর থানা ওসি জহিরুল ইসলাম জানান, বাবনা পাড়া গ্রামের নুর হোসেনের সঙ্গে প্রতিবেশি দুলাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরেই দুলাল ও তার আত্মীয়স্বজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নুর হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় নুর হোসেনকে লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে ও ইট দিয়ে থ্যাতলিয়ে মারাত্বক আহত করে। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে সাতজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেফতার করে। আহত নুর হোসেনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন।