কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রিন্সকে জেলা দক্ষিণ বিএনপির অভিনন্দন
স্টাফ রিপোর্টার | ১০ এপ্রিল ২০১৬, রবিবার,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) নির্বাচিত হওয়ায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অভিনন্দন জানিয়েছে দলটির ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা। রোববার (১০ এপ্রিল) সকালে শহরের চরপাড়া মোড় এলাকায় তাকে এ ফুলেল অভিনন্দন জানানো হয়।
দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে এ সময় অন্যান্য নেতা-কর্মীরা উপসি’ত ছিলেন।
অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, কোষাধ্যক্ষ রতন আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, শেখ আব্দুল আজিজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, নারী ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, ফরিদা ইয়াসমিন পারভীন, তাহমিনা বানু, ময়মনসিংহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রোকসানা শিরীন কাজল, জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুব প্রমুখ উপসি’ত ছিলেন।
এদিকে এ গুরু দায়িত্ব পালনের জন্য ময়মনসিংহ বিএনপির সর্বস-রের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।