| রাত ১:৫০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশাল ছেলের মারধরে ৮০ বছরের মা আহত

ফাহিম মোঃ শাকিল, ১০ এপ্রিল ২০১৬, রবিবার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে নিজাম উদ্দিনের (৫৫) মারধরে তহুরুন নেছা নামের ৮০ বছরের বৃদ্ধা মা আহত হয়েছেন। আজ ১০ই এপ্রিল রবিবার উপজেলার বীররামপুর ভাটিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে বড় ছেলে নিজাম উদ্দিন (৫৫) ও দুই নাতি আবুল কাশেম (২৫), মাসুম আলী (২২) এর হাতে তহুরুন নেছা(৮০) নামে এক বৃদ্ধা মাকে আঘাত করে। তখন বৃদ্ধা তহুরুন নেছার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
সরেজমিনে গিয়ে আরও জানা যায়, বীররামপুর ভাটিপাড়া গ্রামের মৃত আহমদ আলীর বড় ছেলে নিজাম উদ্দিন তার ছোট ভাই দুলালের সাথে পৈত্রিক জমি সংক্রান- বিরোধ চলছিল।
কথা বলার এক পর্যায়ে দুলাল জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার বড় ভাই ও তার দুই ছেলে আমার উঠানে এসে আমার মা ও বোনের উপর হামলা করে। আহত তহুরুন নেছা চিকিৎসাধীন অবস’ায় বলেন, আমার বড় ছেলে ও দুই নাতি আমারে মারছে। আমি তাদের বিচার চাই।   এ ব্যাপারে ত্রিশাল থানায় ওসির সাথে রাত ৮টায় মুঠো ফোনে কথা বলার সময় জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং তিনি কিছুক্ষণ আগে একটি টিমকে সেখানে পাঠিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৫ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৬