| সন্ধ্যা ৭:১১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছার নয়া ইউএনও জুলকার নায়ন

স্টাফ রিপোর্টার ॥১০ এপ্রিল ২০১৬, রবিবার,
ময়মনসিংহের মুক্তাগাছায় নয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ জুলকার নায়ন। তিনি এর আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার নয়া কর্মস’ল মুক্তাগাছায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করবেন। তিনি বিদায়ী ইউএনও ড. উম্মে আফসারী জহুরার স্থলাভিসিক্ত হলেন।
প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করার পর, বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন তাকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন। মোঃ জুলকার নায়ন ঝিনাইদহ সদরে প্রায় তিনবছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
চাপাই নবানগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মোঃ জুলকার নায়ন জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোঃ নূর্বন নবী। জুলকার নায়নের স্ত্রীর নাম আফরোজা বেগম। তাদের একমাত্র কন্যার নাম আদিবা।

সর্বশেষ আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৬