| সকাল ৯:০৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুশাসন ও গনতন্ত্র প্রতিষ্টায় নারী জন-প্রতিনিধিদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,  ১০ এপ্রিল ২০১৬, রবিবার,
সুশাসন ও গনতন্ত্র প্রতিষ্টায় স’ানীয় সরকারের ভুমিকা ঃ নারী জন-প্রতিনিধিদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে গতকাল রোববার সকাল ১০ টা থেকে দিনব্যাপী ময়মনসিংহ শহরের জেলা পরিষদ ভাষা সৈনিক আবদুল জব্বার মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক-মোঃ নুর্বল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ আহএম্মদ খান. বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেখা চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমীন র্বনা। মুক্ত আলোচনায় অংশ নেন বয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, ডাঃ মনোয়ার হোসেন, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর আতিয়া মুন্সুর, সুফিয়া বেগম প্রমুখ। আলোচনায় সুশাসন ও গনতন্ত্র প্রতিষ্টায় নারী জন-প্রতিনিধিদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়ন , নির্বাচিতদের সঠিক মূল্যায়ন, বাল্যবিবাহ ,যৌতুক প্রতিরোধ এর উপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। গুর্বত্বসহকারে তার কি দায়িত্ব, কি করা যাবে, কি করা যাবে না সেই বিষয়ে স’ানীয় সরকারের ম্যানুয়েল পড়তে হবে, জানতে হবে এবং তা প্রয়োগ করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫০ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৬