বাজিতপুরে একটি বিদ্যালয়ে অতিরিক্ত খড়তাপে ৫ শিক্ষার্থী অসুস্থ

বাজিতপুর সংবাদদাতা ঃ ১০ এপ্রিল ২০১৬, রবিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী রবিবার দুপুর ১২টায় শ্রেনীকক্ষে পাঠদান করতে গিয়ে অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সপ্তম শেণির ছাত্রী তানিজা আক্তার (১৩), নবম শ্রেণির ছাত্রী সাদিমা আক্তার (১৫), নবম শ্রেণির রিমা আক্তার (১৫), সপ্তম শ্রেণির নাদিরা আক্তার (১৩) ও দশম শ্রেণির সাদিয়া আক্তার (১৬)। এদের ৫ জনকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবু বাক্কার জানান, শ্রেণিকক্ষে অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে উলেৱখ করেন।