| সকাল ৯:৪০ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনোত্তর সহিংসতায় এক ইউপি সদস্য নিহত

 

শেরপুর প্রতিনিধি:১০ এপ্রিল ২০১৬, রবিবার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ইউপি সদস্য মো. হুরমুজ আলী (৪৫) মারা গেছেন। গত ৮ এপ্রিল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হুরমুজ লঙ্গরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে এবং খড়িয়াকাজিরচর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এলাকাবাসী ও ইউপি সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ খড়িয়াকাজিরচর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। হুরমুজ আলী ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচন করেন এবং পরাজিত হন। হুরমুজের চাচাত বোন হাজেরা বেগম (৫০) ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হওয়ার বিষয় নিয়ে হুরমুজ ও হাজেরার মধ্যে গত ১ এপ্রিল সকালে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হাজেরার স্বামী ফকির আলী ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হুরমুজের ওপর হামলা করেন। এতে হুরমুজ গুর্বতর আহত হন।
আশংকাজনক অবস্থায় তাঁকে (হুরমুজ) প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে গত ৮ এপ্রিল শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর হুরমুজের চাচাত বোন হাজেরা, তাঁর স্বামী ফকির আলী ও অন্যরা পলাতক রয়েছেন।
খড়িয়াকাজিরচর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তশেষে নিহত হুরমুজের লাশ লঙ্গরপাড়া গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস. আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৯ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৬