| রাত ৯:১৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রিন্সকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় ধোবাউড়ায়-হালুয়াটে আনন্দের বন্যা।

 

ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১০ এপ্রিল ২০১৬, রবিবার,
গত শনিবার সকাল ১১টায় হাজী আব্দুর করিম এতিমখানায় ধোবাউড়া উপজেলার তৃণমূলের নেতাদের সাথে বৈঠকে শেষে একটি সুখবর আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রী বিএনপি সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) দায়িত্ব অর্পন করায় ধোবাউড়া-হালুয়াঘাট উপজেলার নেতকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে একটি আনন্দ মিছিল বের করে। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে দলীয় নেতাকর্মীরা এক এক করে ফুলের তোড়া দিয়ে বরণ করে এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করে। এসময় ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, হাবিবুর রহমান হাবীব,চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, সাধারন সম্পাদক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বি.এস.সি, ফরহাদ রব্বানী সুমন,আঃ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হালুয়াঘাট উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান , সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ডলার, প্রচার সম্পাদক খোকন খান,দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন খান, সহ দপ্তর রফিকুল ইসলাম,কৃষক দলের যু্‌গ্ম আহবায়ক নয়ন মন্ডল সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মৎস্য জীবির দলের সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম হযরত, চেয়ারম্যান গাজীউর রহমান, ফরিদ আল রাজী কমল, জাকিরুল ইসলাম তালুকদার টুটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম সুমন, ছাত্রদল নেতা, সিরাজুল ইসলাম খান, রাজু খান, মোশফিক তালুকদার, তোফায়েল আলম, তোফায়েল, সায়েম, জসিম, রাকিব, বাবুল, কায়েশ, রুবেল সোয়েব, এমদাদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। পরে হালুয়াঘাট যাওয়ার পথে মুন্সীরহাট -মেকিয়ার কান্দা বাজারে তাঁেক ফুল দিয়ে বরণ করে। হালুয়াঘাট উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কয়েকশত মটর সাইকেল দিয়ে একটি আনন্দমিছিল বের করে মুন্সীরহাট থেকে এগিয়ে নিয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০১৬