ভালুকায় বাসের চাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার, ৯ এপ্রিল ২০১৬, শনিবার,
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের চাপায় অজ্ঞাত এক পুরুষ(৪০) পথচারী নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ত এলাকা ভালুকা বাসস্ট্যান্ডে রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। তড়িঘড়ি করে আশেপাশের লোকজন এগিয়ে এলেও ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি।
ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।