ময়মনসিংহে জেলা বাপসার নির্বাচনে মাহবুবুল আলম সভাপতি ও কবীর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার, ৯ এপ্রিল ২০১৬, শনিবার,
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মাহবুবুল আলম সভাপতি ও কবীর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ১৩টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় বাকী ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নিবার্চনে নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হচ্ছেন নির্বাহী সভাপতি-১ পদে আবদুস ছাত্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাহী সভাপতি-২ আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, অর্থ সম্পাদক লিটন মিয়া, প্রচার সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান, তথ্য প্রযুক্তি ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কল্যাণ সম্পাদক মোখলেছুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), । এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও দপ্তর সম্পাদক বিকাশ রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোবারক হোসেন ও সহঃ নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন শয়ন চন্দ্র সরকার।