| দুপুর ১:৩১ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনা জেলার মানবাধিকার পরিসি’তি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৯ এপ্রিল ২০১৬, শনিবার,

মানবাধিকার ফোরাম নেত্রকোনা জেলা’র উদ্যোগে ‘নেত্রকোনা জেলার ২০১৫ সালের মানবাধিকার পরিসি’তি পর্যালোচনা’ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
জেলা মানবাধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য চৌধুরী’র সভাপতিত্বে অ্যাডভোকেট পূরবী কুন্ডুর পরিচালনায় প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ বিজন কানি- সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমানিক, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। জেলার মানবাধিকার পরিসি’তি নিয়ে মূল প্রবন্ধ উপস’াপন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সিপিবি’র সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা তাহেজা বেগম এ্যানী, প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক কামাল হোসাইন, নেত্রকোনা মহিলা সংস’ার চেয়ারম্যান সৈয়দা সামছুন্নাহার বিউটী, অ্যাডভোকেট তরুণ কমল বিশ্বাস, মানবাধিকার কর্মী মো. আলাউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নিগার সুলতানা লাকী, আব্দুল হাই ও ডাঃ গোলাম রব্বানীকে সন্মাননা প্রদান করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে জেলার মানবাধিকার পরিসি’তির সার্বিক চিত্র সঠিক ভাবে উপস’াপিত না হওয়ায় অনেক বক্তা চরম অসন্তোষ প্রকাশ করেন। জাতীয় কন্যা শিশু জেলা এ্যাডভোকেসী ফোরামের সম্পাদক ও সাংবাদিক আলপনা বেগম বলেন, প্রকাশিত প্রতিবেদনে জেলার মানবাধিকার পরিসি’তি পর্যালোচনা করে দেখা গেছে, এটি একটি শুভংকরের ফাঁকি। নেত্রকোনায় যে সমস- মানবাধিকার লঙ্গণের ঘটনা ঘটেছে তার ছিঁটে ফোটাও এ প্রতিবেদনে তুলে ধরা হয়নি। যা পুলিশ রির্পোটের তুলনায় অনেকাংশে কম। বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণী পেশার লোকজনকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬