| রাত ১২:২৪ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ৯ এপ্রিল ২০১৬, শনিবার,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিলাশপুর গ্রামে আজ ৯ এপ্রিল সোমবার মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থার উদ্যোগে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ছাগল বিতরণ করেন, মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থার সভানেত্রী মোছাঃ নাসিমা বেগম, প্রধান অতিথি ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি জসিজল হক তারা, ইউপি সদস্য গোলাপ হোসেন, সিরাজুল ইসলাম, জিয়াউল হক হীরা, আবুল হান্নান, সংগঠণের সদস্য বিনোদীনি বর্মণ, সপ্না রাণী বমর্ণ, জাহানারা বেগম প্রমূখ। উলেৱখ্য, ওই সংস্থার উদ্যোগে ছাগল পালনের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৫০ জন হত দরিদ্র প্রশিক্ষণার্থীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়

সর্বশেষ আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬