সুষ্ঠু নির্বাচনের দাবীতে নান্দাইলে স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সাংবাদিক সম্মেলন
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ৯ এপ্রিল ২০১৬, শনিবার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেৰ করতে গতকাল শনিবার (০৯ এপ্রিল) নান্দাইল সাব-রেজিষ্ট্রি অফিসের পিছনে ১০ জন স্বতন্ত্র ও ৪ জন বিএনপি চেয়ারম্যান প্রার্থী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থীগন সুষ্ঠু নিরপেৰ নির্বাচন নিয়ে সন্দিহান পোষন করে প্রশাসনের নিরপেৰতা নিয়ে প্রশ্ন তুলেন। চেয়ারম্যান প্রার্থীগন অবিলম্বে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ নান্দাইল থানার বদলীর দাবী করে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেন। সংবাদ সম্মেলন প্রার্থীবৃন্দ বলেন, নান্দাইলের বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কাজেই নির্বাচন সুষ্ঠু করতে অবিলম্বে তাদের অন্যত্র বদলীর দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ৯নং আচারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রেনু।#