| রাত ১:২৯ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ শহরে হৃদয় (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে নগরীর গুলকিবাড়ি প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, হৃদয় (১৮) শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা এবং  শফিকুল ইসলাম বাবুলের ছেলে। ২নং পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়।
এসআই ফারুক হোসেন জানান, ছিনতাইয়ের পাশাপাশি হৃদয় গুলকিবাড়ি এলাকার মহিলা হোস্টেলের ছাত্রীদেরকে প্রতিদিনই উত্যক্ত করতো। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬