| সকাল ৭:৩৯ - শনিবার - ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় দুইটি কঙ্কালসহ ৩ চোর আটক

মুক্তাগাছা প্রতিনিধিঃ  ময়মনসিংহের মুক্তাগাছায় ২টি মানবদেহের কঙ্কালসহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ।
মুক্তাগাছার উপকণ্ঠে ভাবকীর মোড় এলাকায় আজ বেলা সাড়ে ১২ টায় তাদের আটক করা হয়।
জানাযায়, মুক্তাগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের ২ কিলোমিটার দূরবর্তী ভাবকীর মোড় এলাকায় মুক্তাগাছা জামালপুর সড়কে ময়মনসিংহগামী সিএনজি চালিত একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ১ টি বস্তার ভিতর দুইটি মানব খুলিসহ ১০/১২টি হাড় উদ্ধার করে। এ সময় অটোযাত্রী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মাইসানি গ্রামের মৃত গোলাপের পুত্র মজিবর (২০), দেওয়ানগঞ্জ উপজেলার ডালিবাড়ি গ্রামের আঃ কাদেরের পুত্র খোকন (২৫) ও একই গ্রামের সাব্বির মিয়ার পুত্র দীপু (১৮) কে আটক করা হয়। তারা আন্তঃজেলা কঙ্কাল চোরের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মুক্তাগাছা থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৫ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬