| বিকাল ৩:৫৭ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইলে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

লোকলোকান্তর ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে পিস্তল ও গুলিসহ সাইফুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাহিফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে সাইফুল ইসলামের বাসায় অভিযান চালায়। এ সময় তাকে একটি বিদেশি পিস্তল ও ৪টি গুলিসহ আটক করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, গোপালপুরে আওয়ামী লীগের গ্রুপিং রয়েছে। নিজের নিরাপত্তায় তিনি হয়তো অস্ত্র রেখেছিলেন।

 

সর্বশেষ আপডেটঃ ১:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬