ময়মনসিংহে ১৫০পিস ইয়াবা সহ গ্রেফতার-১
ফাহিম মোঃ শাকিল: ময়মনসিংহে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন(৩২)কে আটক করেছে।
শুক্রবার এক গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে ওসি ইমারত গাজীর নির্দেশে এএসআই হাফিজুর রহমান ও তার দল অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দিন(৩২) কে গ্রেফতার করেন। হেলাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার। এব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইমারত হোসেন গাজী বলেন, মাদক স্পট হিসেবে পরিচিত এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই মুহুর্তে ময়মনসিংহ শহরকে মাদক মুক্ত করতে প্রয়োজন স্থানীয়দের ব্যাপক জনসচেতনতা ও আন্তরিক প্রচেষ্টা।