‘১৯৭১ ও আমার সামরিক জীবন‘ গ্রন্থের ‘মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ‘১৯৭১ ও আমার সামরিক জীবন‘ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৭এপ্রিল সকাল ১১টায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা মুকুল ফৌজের সভাপতি ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের রেক্টর অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। কবি আমজাদ দোলনের উপস্থাপনায় মুল আলোচক হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর প্রতীক লে: কর্নেল (অব) সাজ্জাদ আলী জহির, আলোচক হিসাবে ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুকুল ফৌজের সদস্য সচিব শ্রী নারায়ন দাস। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, নতুন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ‘১৯৭১ ও আমার সামরিক জীবন‘ বইটি যথেষ্ট। তিনি বলেন, মুকুল ফৌজ ও মুকুল নিকেতন এর মুল চেতনায় রয়েছে মুক্তিযুদ্ধ। জেলা প্রশাসক বলেন, দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আজীবন আমীন আহম্মেদ চৌধুরী কাজ করে গেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাওয়ার সম্বাবনা শুরু হয়েছে। বর্তমান সময়ে চেতনার যুদ্ধে সবাইকে অংশ গ্রহন করতে হবে। মানসিকতা তৈরীর যুদ্ধে অংশ গ্রহন করতে হবে। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো: শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম এর পুত্র লুৎফুল আমীন ঝুনাক, ইফতেখার আমীন পিনাক, ভাতিজা চৌধুরী নওশের আজিজ রাজন, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।