| রাত ৯:৩৫ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ সদরের ৫ ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

 

ফাহিম মোঃ শাকিল, ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহ সদর উপজেলা ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ৭ এপ্রিল শেষ দিনে ৫টি ইউনিয়নের ইউপি নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থীগন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন-া এবং বাংলাদেশ চেয়ারম্যান সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি ও আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার এর নেতৃত্বে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীক চেয়ে জেলা নির্বাচন অফিসার মো: আলীমুজ্জামান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় মনোনয়ন দাখিল করেন পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: লিয়াকত আলী, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: শাহজাহান সরকার সাজু, বোররচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: শওকত আলী বুদু, অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: শফিকুল হক বাবুল, কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আমিনুল ইসলাম বাবুল। এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সব্যসাচী সরকার, আকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জিন্নাত ফরাজী, সাধারন সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ বাবুল, পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী সহ নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

bnp-pic-1
ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালীদ এর নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী ধানেরশীষ প্রতীক চেয়ে অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তারেক হাসান মুক্তা, কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: মঞ্জুরুল হক মঞ্জু, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: সোলায়মান কবীর মাষ্টার, বোররচর ইউনিয়নের চেয়ারম্যার প্রার্থী মো: আতাহারুল ইসলাম বুলবুল, ঘাঘরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: হাফিজ উদ্দিন সদর উপজেলা নির্বাচন অফিসার মো: গোলাম মোস-ফার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় কুষ্টিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মো: সুরুজ্জামান সুরুজ সহ নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

japa-pic-1
ময়মনসিংহ জেলা জাতীয় পাটির্র যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আহম্মেদ এর নেতৃত্বে জাপার মনোনীত দলীয় প্রার্থীরা লাঙ্গল প্রতীক চেয়ে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: ওয়াহিদুজ্জামান আরজু, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: ইদ্রীস আলী, বোররচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: তোফাজ্জল হোসেন, কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: হাসান মাহমুদ, অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: শামসুল হক মন্টু সদর উপজেলা নির্বাচন অফিসার মো: গোলাম মোস্তফার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় ময়মনসিংহ শহর জাপার আহবায়ক ও জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মো: মোশাররফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মো: খুররম ভুইয়া, জেলা জাপার যুগ্ম অর্থ সম্পাদক মো: শরিফুল ইসলাম খোকন, শহর জ্‌পাার যুগ্ন আহবায়ক হাজী হারুন, মো: খোরশেদ আলম আবুল, শহর জাপার সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন দুলাল, জেলা ছাত্র সমাজের আহবায়ক মো: সাবিবর হোসেন বিললাল, জেলা জাতীয় সেচ্ছা সেবক পাটির্র সভাপতি মো: হোসেন আলী সহ নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারী মাও: আলহাজ্ব মো: মোশাররফ হোসেন জিহাদীর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থীরা হাতপাখা প্রতিক চেয়ে অষ্টধার ইউনিয়নে মো: ফারুক হোসেন, বোররচর ইউনিয়নে শেখ ফরিদ উদ্দিন, পরানগঞ্জ ইউনিয়নে হাফেজ মাও: মো: আলাউদ্দিন, ঘাগড়া ইউনিয়নে হাফেজ আল আমিন, কুষ্টিয়া ইউনিয়নে আলহাজ্ব সুলতান উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর নেতৃত্বে বোররচর ইউনিয়নে জাসদ দলীয় মনোনীত প্রার্থী মশাল প্রতিক চেয়ে মো: হামিদুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন। এসময় ইসলামী শ্রমিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাও: মামুনুর রশীদ সহ নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
এছাড়া কুষ্টিয়া ইউনিয়নে এডভোকেট মো: আব্দুল আওয়াল আনারস প্রতিক, মো: আব্দুল আজিজ চশমা প্রতিক চেয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১৯ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৬