হালুয়াঘাটে সৎ ভাই খুন

আনছাল হক রাসেল ঃ ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
হালুয়াঘাটে ৮ এপ্রিল বিকেলে মাদকাশক্ত সৎভাই শিবিরুলের আঘাতে মাদকাশক্ত বড় ভাই মনির (৩২) খুন হয়েছে । পারিবারিক সূত্রে জানা যায়, তারা দুজনের মধ্যে প্রায় প্রতিনিয়তই নেশার দ্রব্য নিয়ে হাতাহাতি হতো । ঘটনার দিন শিবিরুল এবং মনিরের সাথে ধস-াধসি-র এক পর্যায়ে মনির গুর”তর আহত হয়ে পড়ে । অতপর পরিবারের লোকজন আহত মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে । শিবির এবং মনির হালুয়াঘাট বাজারের মৃত জলিল ড্রাইভারের পুত্র বলে জানা যায়। এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ এম এ হক জানান উপজেলা স্বাস’্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তিটির বিষয়ে তাকে অবগত করেছেন এবং তাৎক্ষনিক উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে থানা পুলিশের দুই এস আই সহ ২-৩ জন পুলিশ সদস্য পাঠিয়েছেন। ঘটনা তদনে-র পর আইনগত ব্যবস’া গ্রহণ করা হবে।