খালিয়াজুরীতে যুবলীগ নেতার ওপর হামলা
নেত্রকোনা প্রতিনিধি ঃ | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি মেম্বার রঞ্জন সরকারের ওপর বৃহস্পতিবার সন্ধ্যায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা হামলা করেছে। হামলাকারীরা যুবলীগ নেতার গলা থেকে স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
আহত যুবলীগ নেতা রঞ্জন সরকার জানান, খালিয়াজুরী হরি মন্দিরের পাশে শ্রীশ্রী অনুকুল চন্দ্রের আশ্রমে প্রার্থনা শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বের হলে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ভাতিজা সৌরভের নেতৃত্বে আকির, আবুল হায়াতসহ ২০-২৫জন তাকে ঘেরাও করে কিল ঘুষি শুরু করে। হামলাকারীরা তার গলা থেকে স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ২২ মার্চ ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্তীর কর্মীরা এলাকার নিরীহ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা নির্যাতন করছে। তাদের হামলার ভয়ে অনেক কৃষক পরিবার হাওরে ধান কাটতে সাহস পাচ্ছে না।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগ সভাপতি রঞ্জন সরকারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।