নেত্রকোনায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

নেত্রকোনা প্রতিনিধি ঃ | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
জেলার পূর্বধলার হুগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ওই গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম বৃহস্পতিবার সন্ধ্যায় আসামীর অনুপস্থিতিতে এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার জামিরাকান্দা গ্রামের ওই গৃহবধূকে গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে শাহীন মিয়া গত ২০০৬ সালের ১৯ আগস্ট মন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ে যায়। সেখানে ভাড়া বাসায় তাকে আটকে রেখে প্রায় এক মাস ধর্ষণ করে। পরে বাসার মালিকের স্ত্রীর সহায়তায় গৃহবধূ কৌশলে পালিয়ে এসে নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭সালের ২৪ জুলাই আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক আসামী শাহীন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় এই রায় দেন। রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন।