| সকাল ৭:৫২ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ষ্টীল বডি নৌকার মিস্ত্রি মৃত্যু

বাজিতপুর সংবাদদাতাঃ- | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগের বড়খালের পাড়ে শুক্রবার বিকালে ষ্টীল বডির নৌকার মালিক শামসদ্দিন, আনোয়ার হোসেন এর ষ্টীলবডির নৌকার মিস্ত্রি সুবন মিয়া (২২) নামের লোক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাগেছেন। তার গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলা পূর্ব পাড়া শাহান মিয়ার ছেলে। প্রত্যৰদর্শীরা জানায়, জোয়ারের পানি আসার পর ও মালিকদ্বয় নৌকার কাজ বন্ধ রাখেনি। আশেপাশের ৩-৪টি ষ্টীলবডির নৌকার মালিকরা জোয়ারের পানি আসায় গত কয়েক দিন ধরে নৌকার কাজ বন্ধ রেখেছেন। এই খবর পাওয়ার পর বাজিতপুর এস.আই. গোলাম কিবরিয়া ঘটনা স’ল পরিদর্শন করেন। রিপোট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। পুলিশ জানায় এই বিদ্যুৎ লাইনের মালিক মোঃ কাউছার মিয়া।

সর্বশেষ আপডেটঃ ৬:১১ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৬