কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংকে আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি, | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
অগ্রণী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শহরের স্টেশন রোডের আজিজ প্লাজার দ্বিতীয় তলায় অবসি’ত ব্যাংকটির শাখা কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শাখার জেনারেটর কৰ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর কর্মীরা প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে জেনারেটর, এসি ও স্টোর রুমে রাখা একটি মোটর সাইকেলসহ মালামাল পুড়ে যাওয়া ছাড়া তেমন আর কোন ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের একটি সূত্র জানায়, বিদ্যুত না থাকায় বিকল্প জেনারেটরের মাধ্যমে ওই সময় ব্যাংকটির দৈনন্দিন হিসাব-নিকাশের কাজ করছিলেন দুই কর্মকর্তা। ব্যাংক ভবনের দক্ষিণ পাশের জেনারেটর কৰে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে দুই কর্মকর্তাই শাখাটিতে তালা দিয়ে দ্র্বত নিচে নেমে আসেন। এ সময় আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ব্যাংক ভবনে অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস’ল পরিদর্শন করেন।