| সন্ধ্যা ৭:৫৩ - শনিবার - ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চিরকুট লিখে কলেজের হোস্টেলে ছাত্রীর আত্মহত্যা

ফাহিম মোঃ শাকিল:  ময়মনসিংহে মিমি (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মাহত্যা করেছে। শুক্রবার শহরের মহিলা ড্রিগ্রী কলেজের ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জান যায়, মিমি ময়মনসিংহ মহিলা ড্রিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রী। সে ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা, এখানে কলেজের ছাত্রীনিবাসে থেকে পড়াশুনা করত। একটি চিরকুট লিখে মিমি আত্মাহত্যা করে।

চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃতুর জন্য আমি নিজে দায়ী। কারন প্রকৃতির সাথে আমি নিজেকে কোনো ভাবেই মিলিয়ে নিতে পারছিলাম না। সব কিছুর জন্য গলাটিপে ধরছিল আর এতে আমার দম বন্ধ হয়ে আসছিল। তাই আমি সব কিছু যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রকৃতিকে ত্যাগ করতে বাধ্য হয়েছি। – মিমি’

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৬