| দুপুর ২:৫৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। রসুলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। সে সময় আহত হন আরও তিন জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:১৯ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৬