জামালপুরে সিএনজি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জামালপুরের ঘোড়াধাপ মাদারপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত সহ আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আজিজুল হক (৫৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা। সকালে ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর।