শহরে দুই মটরসাইকেল ছিনতাইকারী আটক
ফাহিম মোঃ শাকিল, ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
ময়মনসিংহ শহরের কাঁচিঝুৃলি এলাকা থেকে দুইটি মটরসাইকেলসহ ছিনতাইকারীদের আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা। আটককৃতরা হল শহরের বাসিন্দা নুরুল ইসলাামের ছেলে মো: অলি উল্লাহ অলি(৩০) এবং কামাল উদ্দিনের ছেলে মো: বাবু,(২৮)।
ঝটিকা-১ এর বিশেষ অভিযানের মাধ্যম গতকাল আনুমানিক রাত ৮টার সময় ছিনতাইকারীদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার ডিবি সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচিঝুৃলি ঈদগাহ মাঠের গেইটের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এস.আই মনির জানান, তারা দীঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছে।