| দুপুর ১:৩৫ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় সুধীজনদের সাথে ময়মনসিংহ রেঞ্জের ডিইজির মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,

জেলা শহরের কুরপাড়ে পুলিশ লাইনস ইন সার্ভিস ট্রেনিং সেন্টার মিলনায়তনে নির্বাচিত জন প্রতিনিধি, সুধীজনসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সাথে ইউনিয়ন পরিষদে আইন শৃংখলা পরিসি’তি নিয়ে নব-গঠিত ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্‌ আল মামুনের(পিপিএম) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ বিভাগ এই সভার আয়োজন করে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপত্বিে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, কমিউিনিটি পুলিশের সভাপতি প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, কমিউিনিটি পুলিশের সম্পাদক ছায়েদুর রহমান, চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক আনিছুর রহমান, কামাল হোসাইন, ভজন দাস, আনিসুর রহমান প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৮:২৬ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০১৬