গফরগাঁওয়ে ৬শতাধিক শিক্ষার্থীর দূর্নীতি বিরোধী শপথ পাঠ ও মত বিনিময়
আজহারুল হক, গফরগাঁও, ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী শপথ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভা শেষে প্রধান অতিথি দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেট ওই বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীকে দূর্নীতি বিরোধী শপথ পাঠ করান। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াসিকুল আজাদ জুয়েলের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সূধী জন অংশ গ্রহন করেন। এ সময় দূর্নীতি প্রতিরোধে দুপ্রক সহ-সভাপতি রফিকুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুপ্রক সহ-সভাপতি নির্বপমা দেবনাথ, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, প্রধান শিক্ষক দুলাল উদ্দিন, সহ প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, আ.লীগ নেতা তরিকুল ইসলাম রিয়েল, শিক্ষক মতিউর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।