| রাত ৩:৪১ - শনিবার - ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে অপহরণের ২৩ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের ২৩ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুল ছাত্রী (তমারাণী বিশ্ব শর্মা)। থানায় মামলা দায়েরের পর দীর্ঘ দিন পেরিয়ে গেলেও পুলিশ ছাত্রীটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এমতাবস’ায় অপহৃত স্কুলছাত্রীর সংখ্যালঘু পরিবার মেয়েকে ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবীর ভুলসোমা গ্রামের (নরেশ চন্দ্র বিশ্বশর্মার মেয়ে তমারাণী বিশ্ব শর্মা) কিশোরী (১৪) স’ানীয় পীতাম্বরপাড়া মুসলিম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । বিদ্যালয়ে আসার যাওয়ার পথে একই গ্রামের প্রতিবেশী আবদুল মোতালেবের ছেলে মাসুম মিয়া (১৭) মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ১৫ মার্চ ওই কিশোরী বিদ্যালয়ে যাওয়ার পথে মাসুম মিয়া তার কয়েক সঙ্গীকে সাথে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্কুল ছাত্রীর কোনো সন্ধান না পেয়ে কিশোরীর বাবা (নরেশ চন্দ্র বিশ্বশর্মা) বাদি হয়ে গত ১৯ মার্চ চার জনের নাম উলেৱখ করে ও অজ্ঞাত ৩ জনকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। (মামলা নং ২৩ ) কিন’ ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ মেয়েটি উদ্ধার ও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এদিকে ছাত্রীটিকে উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে স’ানীয় হিন্দু সমপ্রদায়ের লোকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই মাসুদ জামেলী বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আগামি এক সপ্তাহের মধ্যে ছাত্রীটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি। #

সর্বশেষ আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০১৬