বাজিতপুরে দলিত হরিজনদেরকে নিয়ে ব্র্যাকের গননাটক মঞ্চস্থ
বাজিতপুর সংবাদদাতাঃ ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার ব্র্যাক এলাকা অফিসের দলিত হরিজনদের অধিকার ও মান মর্যাদা বিষয়ে ৩দিনের গননাটক কর্মশালা অনুষ্ঠিত হয় আজ বৃহসপতিবার সকাল ১০টার দিকে। কর্মশালার শেষ দিন মাদারহাটি গ্রামে কানাইদাসের বাড়িতে দুপুরে গননাটক “মর্যাদার লড়াই” । এই নাটকে দলিত হরিজনদের অধিকার, মানমর্যাদা ও বর্ণ বৈষম্য দুরীকরণের বিষয়টি সুন্দর ভাবে তুলে দলা হয়েছে। এছাড়া নাটকের প্রদর্শনীতে সাদ বাংলাদেশ সার্বিক ভাবে সহযোগীতা কেরন। এসময় উপসি’ত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র জেলা ব্যবস’াপক আজাদ রহমান, সাদ বাংলাদেশের প্রকল্প সমম্বয়কারী মোঃ মনির হোসেন, গননাটকের প্রশিক্ষক গকুল সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সাবিনা ইয়াসমিন প্রমুখ।