কিশোরগঞ্জে ভূমিদস্যুদের তান্ডব, এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি, ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জে ভূমিদস্যুদের তান্ডবের প্রতিবাদ ও বিচার দাবিতে বিৰোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজারে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এই কর্মসূচী পালন করা হয়। এতে চৌদ্দশত এলাকার বিভিন্ন গ্রামের কয়েক শ’ এলাকাবাসী অংশ নেন। কর্মসূচী চলাকালে এলাকাবাসীর পৰে হাজী মো. শাহজাহান, মো. ইমাম উদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. শরীফ প্রমুখ বক্তৃতা করেন। এলাকাবাসী জানান, চৌদ্দশত বোর্ড বাজারের চা দোকানি নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের প্রায় কোটি টাকা মূল্যের ৫ শতক পৈত্রিক ভূমি এলাকার চিহ্ণিত ভূমিদস্যু বজলুর রহমান জবরদখলে নিতে গত ২৫ মার্চ সকালে দলবল নিয়ে তা-ব চালায়। এ সময় হামলাকারীরা ভূমির ওপর নির্মাণ করা দোকানপাট ভাঙচুরসহ জিনিসপত্র তছনছ করে। খবর পেয়ে হাবিবুর রহমানের স্ত্রী জোবেদা খাতুন ও ছেলে তোফাজ্জল হোসেন ঘটনাস’লে গেলে হামলাকারীরা দেশীয় অস্ত্রের আঘাতে তাদের গুর্বতর আহত করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হাবিবুর রহমান থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। উল্টো সাজানো মামলায় ভূমিদস্যুদের হামলায় আহত তোফাজ্জল হোসেনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এলাকাবাসী নিরীহ পরিবারটির ওপর ভূমিদস্যুদের অত্যাচার ও নির্যাতনের বিচারের পাশাপাশি সাজানো মামলায় হয়রানি বন্ধের দাবি জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই আহসান হাবিব জানান, জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পৰের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বজলুর রহমানের দায়ের করা মামলায় তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রতিপৰ হাবিবুর রহমান আদালতে বজলুর রহমানের বির্বদ্ধে মামলা করেছেন।