তারাকান্দায় এক কিশোরীর লাশ উদ্ধার

ফাহিম মোঃ শাকিল, ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
ময়মনসিংহের তারাকান্দায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একটি ধান ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’ল থেকে লাশটি উদ্ধার করে তা ময়নাতদনে-র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।
এ ঘটনায় এএসপি আক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরীর শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে। ময়নাতদনে-র প্রতিবেদন ছাড়া আর কিছু বলা যাচ্ছে না।
এই রিপোর্ট লেখা পর্যন- ওই কিশোরীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।