| সকাল ৯:০১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাংলা নববর্ষ উদ্‌যাপনে তাড়াইলে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম বাবুল:৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৩ উদ্‌যাপন উপলক্ষে এক প্রস্ততিমুলক সভা হয়েছে। উপজেলা পরিষদ সভা কৰে  বৃহস্পতিবার সকালে এ প্রস’তি সভা অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, গণতন্ত্রীপাট্টির সভাপতি অধীর ভৌমিক মধু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুল, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক আকন্দ, বিশেষ শ্রেণির ঠিকাদার মো. শরীফুল ইসলাম শরীফ, ধলা বহুমূখী আলিম মাদ্রাসার অধ্যৰ মো. আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালনের জন্য দিন ব্যাপী কর্মসূচি এবং সকল কর্মসূচির জন্য পুরাতন কোর্ট ভবন চত্বর ব্যবহার করার জন্য মতামত প্রকাশ করেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, এনজিওসহ বিভিন্ন সংগঠনের নেতবৃন্দৃ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০১৬