রোববার থেকে জবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট
অনলাইন ডেস্ক | ৭ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার,
আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত ১২টার মধ্যে শিক্ষার্থী নাজিমুদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার না করলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সড়ক অবরোধ করে চার ঘণ্টা বিক্ষোভ করার পরে এই কর্মূসচি ঘোষণা করা হয়। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।