| ভোর ৫:০৮ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে পুলিশের গোলাগুলি, আটক ১

ফাহিম মোঃ শাকিলঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ) ও পুলিশের মধ্যে গোগাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় জিএনএলএ এক সদস্যকে আটক করা হয়েছে।

জান যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় হালুয়াঘাটের রাঙ্গানিয়া স্কুল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ব্যাস চিসিম নামে এক জিএনএলএ সদস্য আহত হন।

এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হালুয়াঘাটের রাঙ্গানিয়া স্কুল এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জিএনএলএ এক সদস্যরা পুলিশকে দিকে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ব্যাস চিসিম নামক একজন আহত হয়। আহত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার হয়।

সর্বশেষ আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০১৬