বিএনপি ইউপি নির্বাচন বিএনপি বর্জন করলে আ.লীগের স্থান হবে ইতিহাসের ‘আস্তাকুড়ে’ —-আ.স.ম হান্নান শাহ
গফরগাঁও প্রতিনিধি ঃ ৬ এপ্রিল ২০১৬, বুধবার,
চলমান ইউপি নির্বাচন থেকে বিএনপি সরে দাড়ালে আ.লীগের স্থান হবে ইতিহাসের কঠিনতম আস্তাকুড়ে। এখনো সময় আছে ইতিহাসের আস্তাকুড়ে যাওয়ার আগেই খুন, যুলুম-নির্যাতন বন্ধ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন করুণ। আজ বুধবার বিকেলে পুরাতন পৌর এলাকার বাসষ্ট্যান্ড মাঠে গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এমপি ফজলুর রহমান সুলতানের স্মরন সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বিএনপির স’ায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আ.স.ম হান্নান এ কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন কারা ভোট ডাকাতি করছে তা আপনারা ভাল করেই জানেন। ভোট ডাকাতি আর সংহিংসতার দায় কাধে নিয়ে নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত। মিলাদ মাহফিল ও স্বরণ সভায় গফরগাঁও উপজেলা বিএনপি সভাপতি এবি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন এফসিএ, এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, শ্রীপুর থানা বিএনপি সভাপতি শাহজাহান ফকির, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক, একেএম আনসার উদ্দিন, প্রয়াত এমপি ফজলুর রহমান সুলতানের ছেলে বিএনপি নেতা মুশফিকুর রহমান, বিএনপি নেতা মাহবুবুল আলম প্রমুখ।