ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের স্বার্থ সংরক্ষনে সরকার বদ্ধপরিকর – সংস্কৃতি মন্ত্রী
মাসুম বিল্লাহ,দুর্গাপুর(নেত্রকোনা) ৬ এপ্রিল ২০১৬, বুধবার,
জেলার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর অডিটরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি এক মতবিনিময় সভায় মিলিত হন বুধবার।
মতবিনিময় সভায় বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর সভাপতি ও নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ ফকরুল ইসলাম ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ,সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের স্বার্থ সংরক্ষনে সরকার বদ্ধ পরিকর।বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন দুর্গাপুরে শিল্পকলা একাডেমীর জন্য খুব শীঘ্রই একটি ভবন নির্মান করা হবে। মত বিনিময় শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর শিল্পীরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মন্ত্রী সকালে সিমান্তবর্তী বিজয়পুরের স’লবন্দরসহ দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সরকারী রেস্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন