| রাত ১০:০৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কুলিয়ারচরে ইউপি নির্বাচন ঃ বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেলেন যারা,

 

বাজিতপুর সংবাদদাতাঃ- ৬ এপ্রিল ২০১৬, বুধবার,

তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল কুলিয়ারচর ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। আজ বুধবার ও আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র ক্রয়ের শেষ তারিখ। কুলিয়ারচর হতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনও দিতে পারেনি বলে দলীয় নীতি নির্ধারক রা গতকাল বুধবার বিভিন্ন গণ মাধ্যেমের কর্মীদের কে জানিয়েছেন। এরই মধ্যে গতকাল বিকাল ৩টার দিকে উপজেলা বিএনপির সিনয়র সহ সভাপতি এডঃ মশিউর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বিএনপির ৬ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় ভাবে ধানের শীষ প্রতীক নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নর্বল মিলাত, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ হান্নান, সিনিয়র সহ সভাপতি- চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান, মোঃ শাহ আলম, এডঃ আব্দুস ছাত্তার বক্তব্য রাখেন। পরে দলীয় মনোয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন আসাদ মিয়া, ইসমাইল খান, সালাহ উদ্দিন খান শাহাজান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমানুলৱাহ, জসীম উদ্দিন মোঃ আক্তার্ব জ্জামান।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৩ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০১৬