নেত্রকোনায় যুবলীগ কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই

নেত্রকোনা প্রতিনিধি, ৬ এপ্রিল ২০১৬ঃ অটো কিনতে আসা এক যুবলীগ কর্মীকে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা, একটি সোনার চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের হোসেনপুরে বাসস্টেশন এলাকায় কামাল অটো ব্যাটারি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নূর মোহাম্মদ স্মরণ নামের এক লোক জানান, জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের সাহেব আলীর ছেলে যুবলীগ কর্মী নূর মোহাম্মদ স্মরণ(৩২) মঙ্গলবার বিকেলে শহরের ঢাকা বাসস্টেশন এলাকায় অটো কিনতে যান। এ সময় শহরের সাতপাই গাইনপাড়ার মো. জহিরুল ইসলাম, আমজাদ হোসেন ও বিল্লাল নামে তিনজন তাকে মারধর করে তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, একটি সোনার চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ওই দোকানের মালিক এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকেও মাথায় আঘাত করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জা (ওসি) এসএম মাছুদুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি।