তনু হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি, ৬ এপ্রিল ২০১৬ঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ওই কর্মসূচীতে বিভিন্ন এনজিও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও অংশ গ্রহন করে।জেলা শহরের ছোট বাজারে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রেহেনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানী, সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, উদীচী জেলা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান খান, নারী নেত্রী কোহিনূর বেগম, নিলম বিশ্বাস রাতুল, মানবাধিকার নাট্য পরিষদ জেলা কমিটির সভাপতি সালাহউদ্দিন খান রুবেল প্রমুখ। পরে সেখান থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।