ময়মনসিংহে অপহৃত ইউপি সদস্য উদ্ধার, নারীসহ আটক ৩
স্টাফ রিপোর্টার, ৬ এপ্রিল ২০১৬ঃ মুক্তিপণের দাবিতে ময়মনসিংহ থেকে অপহৃত ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে শহরের মাসকান্দা আমিরাবাড়ী হাউজিং এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় তিন অপহরণকারীকেও আটক করা হয়।
উদ্ধার হওয়া ইউপি সদস্যের নাম দুলাল। তিনি ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়ন পরিষদের সদস্য।
ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, গত ৩১ মার্চ দুলাল মেম্বারকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর পরিপ্রেক্ষিতে তিন লাখ টাকা মুক্তিপণও দেয় দুলালের পরিবার। অপহরণকারীরা শহরের মাসকান্দা আমিরাবাড়ী হাউজিং এলাকায় ডাক্তার সেলিমের তিনতলার একটি ভাড়া করা ফ্ল্যাটে দুলাল মেম্বারকে আটকে রাখে। এদিকে, পুলিশকে বিভ্রান্ত করতে বাকি টাকার জন্য নারায়ণগঞ্জ থেকে ফোন করে অপহৃতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করে। এ সময় তিন লাখ টাকাসহ তিন অপহরণকারীকেও আটক করা হয়। এদের মধ্যে একজন নারীও রয়েছে।
আটক হওয়া তিন ব্যক্তি হলো শরীয়তপুরের আবদুর রাজ্জাক, মফিজুল ইসলাম ও আলেয়া বেগম। এদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ও বেশ কয়েকটি সিমকার্ড উদ্ধার করে পুলিশ।